একমাসে সড়কে ৫২০ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
১৩ অগাস্ট ২০২৫

গেল জুলাই মাসে সারা দেশে সংগঠিত সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত এক হাজার ৩৫৬ আহত হয়েছেন। এ ছাড়া রেল নৌপথে দুর্ঘটনায় ৪৮ জন নিহত এবং ১ হাজার ৪১১ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার মধ্যে আবার মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বেশি। এতে হতাহতের মধ্যে ১৬৯ জন নিহত ১৪৪ জন আহত রয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) যাত্রী কল্যাণ সমিতির এ তথ্য জানা যায়। গণমাধ্যম পর্যবেক্ষণে তথ্য পেয়েছে  সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, গেল মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর রেলপথে ৩৪টি ও নৌপথে ১৪টি দুর্ঘটনা ঘটেছে। রেলপথে দুর্ঘটনায় ৩১ জন নিহত ৪১ জন আহত হয়েছেন। নৌপথে দুর্ঘটনায় ১৭ জন নিহত,  ১৪ জন আহত হয়েছেন। এর বাইরে জন নিখোঁজ রয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গেল মাসে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনার পরিমাণ মোট দুর্ঘটনার ৩২.০১ শতাংশ। বিভাগের মধ্যে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকায়,  এ বিভাগে ১২২টি সড়ক দুর্ঘটনায় ১৩০ জন নিহত ২৯৫ জন আহত হয়েছেন। বিপরঢীতে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশালে।  এ বিবাগে ২৩টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ৯৫ জন আহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশের সড়কের মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়া; সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা, নসিমন-করিমন অবাধে চলাচল; জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা; সড়কে মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা, সড়কে গাছপালায় অন্ধবাঁকের সৃষ্টি হওয়া; মহাসড়কের নির্মাণ ক্রটি, যানবাহনের ক্রটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা; উল্টোপথে যানবাহন, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন; অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রীবহন; বেপরোয়া যানবাহন চালানো এবং বিরামহীন বিশ্রামহীনভাবে যানবাহন চালানোর কারণে  এসব দুর্ঘটনা ঘটেছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর