১৬ দিনে রেমিট্যান্স ১৪২ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৫

 

স্বৈরশাসক শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশে ধারাবাহিকভাবে রেমিপ্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।  চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৬ দিনে ১৪২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে  রেমিট্যান্স আড়াই কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যমতে, ১৬ দিনে আসা রেমিট্যান্সের ডলারকে (এক ডলার ১২১ টাকা ধরে) বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে এর পরিমাণ দাঁড়ায়   ১৭ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা। এ ১৬ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১০ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় এক হাজার ২৩৪ কোটি টাকার বেশি এসেছে। গত বছরের জুলাইয়ের ১৬ দিন এসেছিল ১৩১ কোটি ৯০ লাখ ডলার।

গত অর্থবছরের শেষ মাস গেল জুনে ব্যাংকিং চ্যানেলে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (.৮২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। গত জুন মাসে গড়ে   দৈনিক রেমিট্যান্স এসেছে কোটি ৪০ লাখ ডলার।  একক মাস হিসেবে এটা গত অর্থবছরের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগের মাস মে মাসে দশমিক ৯৭ বিলিয়ন ডলার আসে। এ অঙ্ক ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, এক মাস আগে মার্চ মাসে সর্বোচ্চ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।

গত অর্থবছরে পুরো সময়ে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ অঙ্ক আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক শতাংশ বেশি।  আগের অর্থবছর (২০২৩-২৪) রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

 

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর