আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৫


আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি  জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আপনারা (সাংবাদিক) আমাদের আগে জানিয়ে দিতে পারলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারব। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারলেও আমরা ব্যবস্থা নেব।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে সেভাবেই কাজ করা হবে।  আইন যেটা হয়েছে, সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের- যোগ করেন উপদেষ্টা।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর