কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। এগুলো তাদের জমা দিতে হবে। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে।
সোমবার (১২ মে) রাজধানী ঢাকায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়। সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের কাজ অন্য পুলিশের থেকে একটু ভিন্ন। তবে পুলিশের কাছে রাইফেলও থাকবে না সেটা কিন্তু নয়। তাদের কাছে রাইফেল থাকবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন প্রসঙ্গেউপদেষ্টা বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নে একটু সময় লাগে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন হয়েছে। এ কমিটি অন্য বিষয়ের সঙ্গে পুলিশকে মরাণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি দেখবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে