দেশে মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে স্বাস্থ্যখাত বিষয়ক সংস্কার কমিশন। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ক্ষতি এড়াতে তাদের অন্যান্য স্বীকৃত মেডিকেল কলেজে স্থানান্তরের ব্যবস্থা করার কথাও বলছে কমিশন।
সোমবার (৫ মে) প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন। ওই প্রতিবেদনে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ রয়েছে। এর মধ্যে ১২ নম্বর সুপারিশে চিকিৎসাশিক্ষা সংস্কারের বিষয়টি তুলে ধরা হয়েছে।
দেশে ১১০টি মেডিকেল কলেজের মধ্যে সরকারি আছে ৩৭টি। এর মধ্যে নেত্রকোনা, চাঁদপুর, হবিগঞ্জ, নওগাঁ, মাগুরা ও নীলফামারী সরকারি মেডিকেল ন্যূনতম মান নিশ্চিত করতে পারছে না। এছাড়া বেসরকারি প্রায় ২০টি মেডিকেল কলেজও তাদর মান নিশ্চিত করতে পারছে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে