মন্তব্য
আগামী অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবসম্মত হবে। বাজেটে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ করার চেষ্টা করা হবে। বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় এ কথা জানান অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এনবিআর এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে এ সভা হয়। সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সভাপতিত্ব করেন।
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বেশকিছু বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, এর পাশাপাশি আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গেও আলোচনা হচ্ছে। শুধু সরকারি নয়, বেসরকারি খাতের টেকসই উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে