একক মাস হিসেবে গত বছরের অক্টোবরের চেয়ে চলতি বছরের অক্টোবর মাসে দেশে আসা রেমিট্যান্স বেড়েছে ২১ শতাংশ। এ বছরের অক্টোবর মাসে দেশে বৈধপথ ব্যাংকিং চ্যানেলে প্রায় ২৪০ কোটি (২.৪০ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের অক্টোবরে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৭ কোটি ডলার।
গেল অক্টোবর মাসে আসা রেমিট্যান্সের ডলারকে বাংলাদেশি মূদ্রায় বিনিময় করলে (প্রতি ডলার ১২০ টাকা ধরে) টাকার পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ৭৪০ কোটি টাকা। সে হিসেবে অক্টোবরের মাসে গড়ে দৈনিক ৭ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।
রোববার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে গেল অক্টোবরে আসা রেমিট্যান্সের তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য বলছে, চলতি বছরের অক্টোবর মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে, পরিমাণ ১৫৪ কোটি ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৭২ কোটি ৬১ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে প্রায় ১২ কোটি মার্কিন ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
রেমিট্যান্স সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, এরপর আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আর গত অর্থবছরের পুরো সময়ে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলার।
বিডি২৪অনলাইন/ই/এমকে