৫ম রুশ নারী হিসেবে মহাকাশে যাচ্ছেন কিকিনা

২১ জানুয়ারী ২০২২

রুশ নারী নভোচারী আন্না কিকিনা। পঞ্চম রুশ নারী হিসেবে মহাকাশে পাড়ি জমাতে যাচ্ছেন। এ বছরের সেপ্টেম্বরে একটি সয়ুজ রকেটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভ্রমণ করবেন তিনি। বৃহস্পতিবার জাতীয় মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে।

 

সংস্থার তথ্য মতে, ৩৭ বছর বয়সী কিকিনা একজন প্রকৌশলী। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন থেকে মহাকাশে গমনকারী পঞ্চম পেশাজীবী নারী তিনি।

 

বৃহস্পতিবার রসকসমস জানিয়েছে, দুই দেশ চুক্তি চূড়ান্ত করলে কিকিনা আগস্ট মাসেই আমেরিকানদের সঙ্গে মহাকাশে যেতে পারবেন। নাসার ফ্রান্সিসকো রুবিও এ সময় মহাকাশে যাবেন। তবে এ চুক্তিটি কার্যকর না হলে, তিনি সেপ্টেম্বরে একটি সয়ুজে রকেটযোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করবেন।

 

এর আগে, সর্বশেষ রুশ নারী নভোচারী এলেনা সেরোভা ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৭ দিন অবস্থান করেন।

 


মন্তব্য
জেলার খবর