ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটের টেস্ট ফরম্যাটে অভিষেক ঘটছে কামরান গুলাম ও মোহাম্মদ হুরাইরার। এ সিরিজে নাসিম শাহকে ফেরানো হয়েছে দলে।
বাংলাদেশ সিরিজে দলের নেতৃত্ব দেবেন শান মাসুদ। শাহিন শাহ আফ্রিদির জায়গায় প্রথমবারের মত সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন সৌদ শাকিল। এদিকে ইনজুরির ধাক্কা সামলে ১৩ মাস পর টেস্ট দলে জায়গা পেলেন নাসিম। গেল বছর জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি।
ওদিকে ২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে থাকলেও অভিষেক হয়নি অলরাউন্ডার গুলামের। গেল মৌসুমে ১১টি প্রথম শ্রেনির ম্যাচে ১০২৫ রান করেছেন তিনি। আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের সাথে তৃতীয় ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে হুরাইরাকে। প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৯ ম্যাচে ৫৬ গড়ে ৩২৩১ রান আছে তার। ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে থাকলেও অভিষেক হয়নি তার।
রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুর হবে।
পাকিস্তান টেস্ট স্কোয়াড- শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাঈম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।
বিডি২৪অনলাইন/এন/এমকে