পাকিস্তান দলে ফেরার কোন ইচ্ছে নেই শোয়েব মালিকের

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে টেস্ট থেকে আগেই অবসর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শোয়েব মালিক। এবার টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এ ক্রিকেটার।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তান তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে শোয়েব মালিক জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তার শেষ হয়ে গেছে। পাকিস্তান দলে ফেরার আর কোন ইচ্ছে নেই তার। পাকিস্তানের হয়ে দীর্ঘ ক্যারিয়ার নিয়ে নিজে খুশি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন শোয়েব।

শোয়েব মালিক বলেন, অনেক ক্রিকেট লিগে খেলছি এবং আমার সময়টা উপভোগ করছি। যেখানেই খেলার সুযোগ পাবেন, সর্বোচ্চটা খেলার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে সাবেক অধিনায়ক বলেন,  কোন ইচ্ছে নেই। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেব আমি।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর