ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বর্ষণ ও ভূমিধসে রাজ্যটিতে কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আটকা পড়েছেন অন্তত দেড় হাজার পর্যটক। পর্যটন খ্যাত লাচুং, লাচেনসহ বহু এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়েছে, উত্তর সিকিমের মাঙ্গান জেলায় ভারী বৃষ্টিপাতে ব্যাপক ভূমিধস হয়। সাংকালাংয়ে একটি নবনির্মিত বেইলি ব্রিজ ধসে পড়ে মাঙ্গানের সাথে জংগু এবং চুংথাংয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধসের ফলে রাস্তার বিভিন্ন অংশ অবরুদ্ধ ও বেশ কয়েকটি বাড়ি প্লাবিত হয়ে পড়েছে। ভেসে গেছে বিদ্যুতের খুঁটিও। মোবাইল নেটওয়ার্ক পরিষেবাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাঙ্গান জেলা ম্যাজিস্ট্রেট হেম কুমার ছেত্রি বলেন, পাকশেপ এবং আম্বিথাং গ্রামে তিনজন করে মারা গেছেন। গেইথাং ও নামপাথাংয়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত লোকদের জন্য পাকশেপে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এখন অরুণাচল প্রদেশে রয়েছে। বিজেপি নেতা পেমা খান্ডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য সেখানে গেছেন তিনি।সেখান থেকেই প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কাজ ও প্রতিক্রিয়া নিশ্চিত করতে বলেছেন তিনি। নিজে উদ্ধার ও ত্রাণ তৎপরতা তদারকির জন্য তিনি শিগগিরই রাজ্যটিতে ফিরে আসবেন বলেও জানানো হয়েছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে