অনুমোদনহীনভাবে বাজারে বিক্রি হওয়া পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট পানীয়র উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকদের তলব করেছেন আদালত। এসব পানীয় ওষুধ নাকি এনার্জি ড্রিংকস, সে বিষয়ে আদালতে তাদের ব্যাখ্যা দিতে হবে।
মঙ্গলবার (১৪ মে) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এছাড়া এসব পানীয় বিষয়ে একটি মামলা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন।
ইলেক্ট্রোলাইট পানীয়গুলো হচ্ছে- এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ এবং টারবো। কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেন। এ সময় তিনি বলেন, এসব পানীয়র একটিরও অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও বলতে পারে না- এগুলো ওষুধ না পানীয়।
বিডি২৪অনলাইন/এন/এমকে