অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতের ধাক্কা লাগার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৪

মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির ধাক্কা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও লাগতে পারে। বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, এবং অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০৮ মে) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে  এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব দেশের অর্থনীতিতে কিছুটা পড়তে পারে। বিশ্ববাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি- এসব কারণে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।

সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্যমান সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই-চেইন ক্ষতিগ্রস্ত হলে পার্শ্ববর্তী অঞ্চলে রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বৃদ্ধি পেতে পারে। এতে পণ্য উৎপাদন সরবরাহের ব্যয় বৃদ্ধি পেতে পারে। রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখতে সব মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশ দিয়েছি। বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করতে বলা হয়েছে। বিশেষ করে সংঘাত দীর্ঘ হলে কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে, সেটা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছি। পরিস্থিতি সামাল দিতে রপ্তানি বাণিজ্যের প্রতি গুরুত্ব আরোপসহ উক্ত খাতকে সহযোগিতা করার আবশ্যকতা তৈরি হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর