আগাম প্রাদুর্ভাবের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৪

টানা কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চলে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে আর অস্বস্তিকর পরিস্থিতিতে সব জায়গায় হাঁসফাঁস অবস্থা। এদিকে সারা দেশে আগে ঘোষণা করা তিন দিনের হিট অ্যালার্টের সময় আরও তিনদিন বাড়ানো হয়েছে। তীব্র গরমে হিট স্ট্রোকের পাশাপাশি ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ বেড়েছে। রাজধানী ঢাকার আইসিডিডিআর বা কলেরা হাসপাতালে গত দুই দিনে ৫শ’ ছাড়িয়ে গেছে রোগীর সংখ্যা। অতিরিক্ত গরম পড়ায় ডায়রিয়ার আগাম প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন চিকিৎসা সংশ্লিষ্টদের অনেকেই। উদভূত পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় খাবার গ্রহণ ও রোদের মধ্যে ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আইসিডিডিআর,বির তথ্য অন্যুায়ী, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৬ এপ্রিল ৪৭৪ জন, ১৭  এপ্রিল ৪৩২ জন, ১৮ এপ্রিল ৪৪৫ জন, ১৯ এপ্রিল ৪৫৬ জন ভর্তি হয়েছেন। ২০ এপ্রিল রোগী বেড়ে দাঁড়ায় ৫৪৩ জনে। ২১ এপ্রিল ভর্তি হয় ৫২২ জন। ডায়রিয়া আক্রান্ত সব বয়সের মানুষই হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে সময়ে বেশি আক্রান্ত  হচ্ছে শিশুরা।

আইসিডিডিআরবি’র দেওয়া তথ্য মতে, মে-জুন নভেম্বর-ডিসেম্বরে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ে দেশে। কিন্তু চলমান তীব্র গরম সপ্তাহজুড়ে থাকতে পারে। তাই আশঙ্কা রয়ে গেছে, অতিরিক্ত গরম পড়ায় মে-জুনের আগেই এবার ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতে পারে। ইতোমধ্যে প্রতিদিন গড়ে পাঁচশর মতো ডায়েরিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে।

চিকিৎসকদের অনেকেই জানিয়েছেন, গরমে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। উদাহরণ টেনে বলেন, প্রচুর জীবাণু থাকার সম্ভাবনা থাকার পরও মানুষ সাময়িক স্বস্তি পেতে এ গরমে বাইরে বরফ মিশ্রিত খোলা শরবত খাচ্ছে। গরমে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পানি পান করছে না। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি থাকলেও মাথায় কাপড় বা টুপি দেওয়ার প্রয়োজন অনুভব করছেন না। এছাড়া বিরতি না দিয়েই শ্রমজীবীরা রোদের মধ্যে এক টানা বেশিক্ষণ ধরে কাজ করছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর