বেড়েছে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৪

অনেকদিনই হচ্ছে বেশিরভাগ দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তিতে আছেন সাধারণ মানুষ। মাঝে দাম কমলেও কিছুদিন যেতে না যেতেই আবার দাম বাড়ছে। দ্রব্যমূল্যের মূল্যস্ফীতিতে নাভিশ্বাস উঠছে ভোক্তাদের। বছরের ‍শুরুতে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি গত ফেব্রুয়ারি মাসে কিছুটা কমেছিল। কিন্ত মার্চ মাসে এসে সার্বিক মূল্যস্ফীতি  আবার বেড়েছে। এ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে .৮১ শতাংশে।

মূল্যস্ফীতি বৃদ্ধি সংক্রান্ত তথ্য জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির প্রতিবেদনে। মঙ্গলবার (০৯ এপ্রিল)  এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুয়ায়ী, ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল .৬৭ শতাংশ। সে হিসাবে মার্চ মাসে এসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে .১৪ শতাংশ।

বিবিএস জানায়, মার্চ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে .৮৭ শতাংশ। ফেব্রুয়ারিতে এটা ছিল .৪৪ শতাংশ। ফেব্রুয়ারিতে সার্বিক খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি .৩৩ শতাংশ থাকলেও মার্চে বেড়ে দাঁড়িয়েছে .৬৪ শতাংশে

মার্চে সার্বিক মূল্যস্ফীতি গ্রামাঞ্চলে .২০ শতাংশ    শহরে . শতাংশ বেড়েছে। এ মাসে গ্রামাঞ্চলে  .৬৮ শতাংশে ও শহরে ৯.৯৪ শতাংশে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। গ্রামে  খাদ্য মূল্যস্ফীতি .৮৬ শতাংশ খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি .৪১ শতাংশ হয়েছে। বিপরীতে শহরে খাদ্য মূল্যস্ফীতি .৯৮ শতাংশ খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি .৭১ শতাংশে দাঁড়িয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর