গাজায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠাচ্ছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায়  ছয় মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।  ফলে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে  গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এক বিবৃতিতে এ ঘোষণা দেন। খবর রয়টার্স

জ্বালানি পাঠানোর ঘোষণা  দেওয়ার পাশাপাশি ইরাকের প্রধানমন্ত্রী আরও বলেছেন, গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক।

গত অক্টোবর ফিলিস্তিনের স্বশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হয়। যুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলায় ৩৩ হাজার ১৭৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ৭৫ হাজার৮৮৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর