ভারতকে হটিয়ে শ্রীলঙ্কার বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৪

চট্রগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড সৃষ্টি করেছে সফররত শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ ওভারে সব উইকেট হারিয়ে ৫৩১ রানের পাহাড় গড়েছে লঙ্কানরা।

ব্যক্তিগত কোনো সেঞ্চুরি ছাড়াই টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। এতো দিন রেকর্ড ছিল ভারতের। ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটে ৫২৪ রানের ইনিংস ঘোষণা করেছিল ভারত।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ক্যাচ মিসের মহড়া দেখা গেছে। এ সুযোগটাই রীতিমতো কাজে লাগিয়েছে টিম শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কান ছয় ব্যাটারের করেছেন হাফ-সেঞ্চুরি। এদিকে বিশাল রান সংগ্রহ করার পর ইনিংস ঘোষণা দেয় শ্রীলঙ্কা।

এরপর মাঠে নেমে দিন শেষে ১৫ ওভার ব্যাট করে উইকেটে ৫৫ রান করেছে টাইগাররা। টেস্টের প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ছিল উইকেটে ৩১৪ রান। রোববার দ্বিতীয় দিনের শুরু থেকেই টাইগার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কা। সেই সঙ্গে ছিল টাইগারদের ক্যাচ ফেলে দেওয়ার ঘটনা। ফল হিসেবে ছয় ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। নিয়ে ১১তমবার টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৫শ’ এর বেশি রান করলো শ্রীলঙ্কা।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর