ইসরায়েলকে ২০টির বেশি কিলার ড্রোন দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৪

ইসরায়েলকে ২০টিরও বেশি হার্মিস-৯০০ মডেলের ড্রোন দিয়েছে ভারতের প্রতিষ্ঠান আদানি-এলবিট অ্যাডভান্সড সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড। মাঝারি উচ্চতায় উড়তে সক্ষম ড্রোন বেশ কয়েক ধরনেরগাইডেডবোমা বহন করতে পারে। এ কিলার ড্রোন টানা ৩০ ঘণ্টা উড়তে পারে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইসরায়েলের কাছে ড্রোন বিক্রির কথা প্রথম জানায় প্রতিরক্ষা সম্পর্কিত ওয়েবসাইট শেফার্ড মিডিয়া।

৫০০ কেজি ওজন বহন করতে সক্ষম ড্রোনে রয়েছে হাই ডেফিনিশন অপটিক্যাল সেন্সর, স্পেশাল এরিয়াল সার্ভিল্যান্স সিস্টেম এবং পিন পয়েন্ট লেজার টার্গেট মার্কাস।

নিয়ে সম্প্রতি রিপোর্ট করেন নীলম ম্যাথিউস। রিপোর্টে জানানো হয়ে, এ বিষয়ে এখনো তেল আবিব বা নয়াদিল্লি কেউই প্রকাশ্যে স্বীকার করেনি।

২০১৮ সালে ৪৯ ভাগ শেয়ারে আদানি গ্রুপের সাথে জয়েন্ট ভেনচারে ড্রোন উৎপাদন শুরু করে ইসরায়েলের এলবিট সিস্টেমস। নিজের দেশের বাইরে প্রথমবারের মতো ড্রোন তৈরির জন্য হায়দ্রাবাদে ১৫ মিলিয়ন ডলার মূল্যে নির্মিত স্থাপনা চালু করে তারা।

 

বিডি২৪অনলাইন/আইডি/এমকে


মন্তব্য
জেলার খবর