চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে অ্যান্টওয়ার্পের কাছে হেরেছে বার্সেলোনা। আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় গত রাতের এ ম্যাচে সাইড বেঞ্চের ফুটবলারদের মাঠে খেলার সুযোগ দেয় তারা। বেঞ্চের ফুটবলার সামর্থ্য পরখ করতে গিয়ে ৩ পয়েন্ট হারাতে হয়েছে বার্সালোনাকে।
ম্যাচের শুরুতেই লিড নেয় অ্যান্টওয়ার্প। মাঝে সমতা ফিরলেও শেষ পর্যন্ত জয় তারাই পেয়েছে। বিরতির আগেই ৩৫ মিনিটে ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরান। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় সমতায় মাঠ ছাড়ে দু,দল।
বিরতির পর মাঠে নেমেই বার্সার জালে আরেকটি গোল দেয় অ্যান্টওয়ার্প। এ গোলের মধ্য দিয়ে নির্ধারিত সময়েও এগিয়ে ছিল তারা। কিন্তু অতিরিক্ত সময়ের এক মিনিটে মার্ক গুইয়ুর গোলে সমতায় ফেরে বার্সা। পরের মিনিটেই বার্সার জন্য ঘটে ফের অঘন। গোল দিয়ে বসে অ্যান্টওয়ার্প। ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রেখেছে বার্সা।
একই রাতে শাখতার দোনেৎস্ককে ৫-৩ গোলের ব্যবধানে দারুণ জয় পেয়েছে পোর্তে । এ জয় বার্সার সঙ্গে তাদেরও নিয়ে গেছে শেষ ষোলোয়।
বিডি/এস/এমকে