নিউজিল্যান্ড সফরে টাইগারদের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৩

ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে ওয়ানডে টি-টোয়েন্টি  ম্যাচ খেলবে তারা। এ দুই ফরমেটে ম্যাচ খেলতে আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

১৭ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজ ‍শুরু হবে বাংলাদেশে। তিন ম্যাচ করে ওয়ানডে টি-টোয়েন্টি- উভয় সিরিজেই নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। তার সহকারি থাকছেন মেহেদী হাসান মিরাজ। দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দুটি সিরিজের একটিও খেলবেন না। দলে ফিরেছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয় আফিফ হোসেন ধ্রুব।

ওয়ান ডে বাংলাদেশ দলের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিসাদ হোসেন এবং রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নশেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিসাদ হোসেন, তানভির ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

ঢাকার সময়ে ওয়ানডে সিরিজের সব ম্যাচ শুরু হবে ভোর ৪টায়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ১টা ১০ মিনিটে শুরু হলেও তৃতীয় ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়।

ওয়ানডে সিরিজ- ১৭ ডিসেম্বর, ২০ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজ- ২৭ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর