তিন ফরমেটে খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৩

দুটি টেস্ট তিন ম্যাচ করে ওয়ানডে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় আসার আগে দেশের মাটিতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে খেলবে তারা।

আইসিসির সদস্যপদ স্থগিত হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে ছাড় পাওয়ার পর সামনের বছরের ফিউটার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)

এফটিপি অনুযায়ী, বাংলাদেশে আসার আগে জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। টাইগারদের সঙ্গে খেলা শেষে জুন-জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও  আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডে ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা সফরে যাবে নিউজিল্যান্ড, ২ টি টেস্ট খেলবে তারা তখন। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপরাষ্ট্রে গিয়ে ৩টি করে ওয়ানডে টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় টি টেস্ট খেলবে লঙ্কানরা। বছরের শেষ দিকে নিউজিল্যান্ডে গিয়ে ম্যাচ করে ওয়ানডে টেস্ট সিরিজ খেলার মধ্য দিয়ে বছর পার করবে তারা।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর