কারো সাথে নির্বাচন করবে না জাপা

রবি
১৭ সেপ্টেম্বর ২০২৩

কারো সাথে জোট করবে না জাতীয় পার্টি। বরং ৩০০ আসনে একাই নির্বাচনের ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

 

তিনি বলেন, উত্তরের মানুষ যেহেতু আমাদের সাথে আছে তাদের নিয়ে এবার ৩০০ আসনে নির্বাচন করা হবে। আমার বিশ্বাস উত্তরাঞ্চলের মানুষ এ আসনগুলো আমাদের ফিরিয়ে দেবে।

 

লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শনিবার তিনি এসব কথা বলেন।

 

জিএম কাদের বলেন, দেশ এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। মানুষ দুঃসহ যন্ত্রণায় আছে। সরকার সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে ফেলেছে। সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের বন্দী করার চেষ্টা করা হচ্ছে। তারা আবার পুরাতন আইন নতুন মোড়কে চালু করে দেশের মানুষের সাথে প্রতারণা করছে। যা কখনোই মেনে নেয়া যায় না।

 

বর্তমান সরকার গণতন্ত্রকে নীরবে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে দেখেছে সুশাসন দিতে। উন্নয়নের এ শুভ সূচনা জাতীয় পার্টির মাধ্যমেই শুরু হয়েছে। আজকে যে রাস্তায় পিচ ঢালা হচ্ছে তা জাতীয় পার্টিই করেছে। এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর