ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সময়টা দেড় বছরের বেশি। দেশটিকে
ইউরোপিয় ইউনিয়ন ও ন্যাটোয় যোগদান থেকে রুখতে এ অভিযান পরিচালনা করে আসছে রাশিয়া। ইউক্রেনের
বন্দর নগনী ওডেসায় হামলা চালানোর সময় চীনা কনস্যুলেটের একটি ভবনে আছড়ে পড়েছে রাশিয়ার
ক্ষেপনাস্ত্র। বৃহস্পতিবার ওডেসার গভর্নর বিষয়টি জানিয়েছেন। খবর আল জাজিরার।
ওডেসার গভর্নর ওলেহ কিপার বলেছেন, ‘রাশিয়ার সবশেষ হামলায় ইউক্রেনের বন্দরনগরী
ওডেসাতে চীনা কনস্যুলেটের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রমণকারী ইচ্ছাকৃতভাবে বন্দরের
অবকাঠামোতে হামলা করছে বলেও অভিযোগ তার।
তিনি আরো বলেন, ‘রুশ হামলায় আশেপাশের প্রশাসনিক ও আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত
হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে চীনের একটি কনস্যুলেটও রয়েছে।’
রাশিয়ার হামলায় বন্দরটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী
ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ‘শুধুমাত্র শস্য ধ্বংস হয়েছে ৬০ হাজার টন। পণ্যগুলো চীনের
উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। রুশ হামলায় রফতানি পরিকাঠামো অনেকাংশে অচল হয়ে পড়েছে।’
১৭ জুলাই ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেন। এরই জবাবে দেশটির সবচেয়ে
বড় বন্দরনগরী ওডেসাতে পরপর দুইদিন হামলা চালিয়েছে রাশিয়া।
আরআই