প্রোটোকল ছাড়াই শপিংয়ে মেসি

রবি
১৫ জুলাই ২০২৩

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন। সৌদির কোনো ক্লাবে যাবেন বলে জোর গুঞ্জন উঠছিল। তবে শেষ মেষ যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন।



ইতোমধ্যে পরিবার নিয়ে মায়ামিতে পৌঁছে গেছেন বিশ্বকাপজয়ী এ তারকা। আজই ক্রাবে জয়েন করার কথা রয়েছে তার


ক্লাবে যোগ দেওয়ার আগে পরিবার নিয়ে শপিংয়ে বের হন। একটি ক্যাফেতে শেফের ভূমিকায় দেখা যাওয়ার পর এবার সুপার মার্কেটে বাজার করতে দেখা গেল ৩৫ বছর বয়সী এই তারকাকে। খবর গোল ডট কমের।


পোর্টালটি জানায়, সচরাচর মেসিকে কোনো প্রটোকল ছাড়া এভাবে জনসমুক্ষে দেখা যায়নি। তবে আর্জেন্টাইন তারকা যুক্তরাষ্ট্রে তার কাটানো সময় বেশ উপভোগ করছেন।


আরআই


মন্তব্য
জেলার খবর