গভীর সংকটে দেশ: মির্জা ফখরুল

২২ নভেম্বর ২০২২

দেশ একটা গভীর সংকটে পড়ে গেছে, একেবারে খাদে এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, দেশে একদিকে অর্থনৈতিক সংকট। আরেক দিকে রাজনৈতিক সংকট। আর এসবের  সমাধান না করলে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে এ দেশের । বুধবার (২২ নভেম্বর) সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। রাজধানী ঢাকায় ফার্মগেটে সন্ত্রাসী হামলায় আহত সাবেক এমপি রুমানা মাহমুদকে দেখার পর সাংবাদিকদের ‍মুখোমুখি হন মির্জা ফখরুল। ঢাকায় আদালত চত্ত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ‘সরকারের গভর্নেন্সের চিত্র’ ফুটে উঠেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, চারদিকে তাকালে চোর-চুরি, গুণ্ডামি আর মারামারি। আওয়ামী লীগ কোনও মতেই সন্ত্রাস ছাড়া টিকতে পারে না। প্রতিপক্ষকে সহ্য করতে পারে না। সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। সারা দেশে ত্রাস সৃষ্টি করছে   তারা। এ সব সন্ত্রাস, অত্যাচার-নির্যাতন বাদ দিয়ে তাদের শুভ বুদ্ধির উদয় হবে বলেও মনে করেন তিনি।  

মির্জা ফখরুল বলেন, আশা করি দেশে একটা সত্যিকার অর্থে অন্তর্র্বতীকালীন কেয়ার টেকার সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে তারা। এর বাইরে কোনও মতেই সমস্যার সমাধান করার সম্ভাবনা আমরা দেখি না।

এমকে


মন্তব্য
জেলার খবর