দেশের সব আদালতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ঢাকার জজ কোর্ট এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা নজরে এলে এ নির্দেশনা দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে,রোববার ঢাকার জজ আদালত প্রাঙ্গণ থেকে মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল নামের ওই দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়, তারা নিষিদ্ধ আনসার আল ইসলামের সদস্য। ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত। মোহাম্মদপুর থানার ২০১৩ সালের একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়েছিল । শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে অজ্ঞাতনামা সাত থেকে আট জন পুলিশের দিকে স্প্রে জাতীয় কিছু ছুড়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
এমকে