গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের রূপরেখা, দফা ও কর্মসূচি প্রণয়ন- সবই হবে এ কমিটির মাধ্যমে। যুগপৎ আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতনের আন্দোলনকে বেগবান করা যাবে। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই দেশের মানুষের মধ্যে প্রচণ্ড আগ্রহ, উদ্যোগ, উদ্যম শুরু হয়েছে। এ লক্ষ্যেই আমরা এগিয়ে যাবো। সরকারের পতনের লক্ষ্যে বৃহত্তর একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা সম্ভব হবে বলে বিশ্বাস করি আমরা, বলেন মির্জা ফখরুল।
বর্তমান সরকার দেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এ রাষ্ট্রকে এখন পুরোপুরি মেরামত করা প্রয়োজন। পুনর্গঠন করা প্রয়োজন ।
এমকে