মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ইলিশ মাছ শিকার নিষেধাজ্ঞার শেষ দিনেও ভোলায় ৩১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২শ’ কেজি ইলিশ মাছ ও ২৭ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি ও চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লে. খন্দকার মাহাবুবুল হাসান বলেন, তুলাতুলির মেঘনা নদী থেকে ১ হাজার কেজি ইলিশ ও ১৪ লাখ মিটার জাল এবং ঢালচর থেকে ১৩ লাখ ২০ হাজার মিটার জাল ও ২ শ কেজি ইলিশসহ ৩১ জেলেকে আটক করা হয়। জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/ এমকে