ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে যাবতীয় তথ্য

১০ অক্টোবর ২০২২

ফোন চুরি হলে বা হারিয়ে গেলে আমরা সবার আগে থানায় দৌঁড়াই হারানো ফোনের খোঁজ করতে। কিন্তু যেই কাজটা সবচেয়ে জরুরি, সেটা করতেই ভুলে যাই! ভাবছেন তো কী এমন কাজ? ফোন হারালে সবার আগে ফোনে সংরক্ষিত তথ্যগুলি আদৌ নিরাপদে আছে কিনা সেই খবর নিই না। অথচ ফোনে মজুত নানা প্রকার তথ্য অন্য কারও হাতে চলে গেলে যে আপনার কত বড় ক্ষতি, তা কল্পনার অতীত! তাই ফোন হারালে সবার আগে আপনার সিম ব্লক করা, দূর থেকেই ফোনের সমস্ত ডেটা মুছে ফেলা এবং আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও ও ফাইলগুলিকে প্রতারকদের থেকে সুরক্ষিত রাখতে আপনার ফোনটা সবার আগে ব্লক করতে হবে।

 

কীভাবে দূর থেকে ফোনের সব তথ্য মুছে ফেলবেন?

আপনি যদি অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন, তা হলে www.google.com/android/find ওয়েবসাইটে গিয়ে আপনি দূরে থেকেও ফোনের সব তথ্য মুছে ফেলতে পারেন। অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা www.icloud.com/find/ ওয়েবসাইটে লগইন করে একই কাজ করতে পারেন।

 

কী ভাবে সিম ব্লক করবেন?

আপনার ফোন চুরি হলে সেই নম্বরটি কাজে লাগিয়ে যে কেউ গুরুতর অপরাধমূলক কাজ করতে পারে। তাই ফোন হারালে সবার আগে সিম কার্ডটি ব্লক করা জরুরি। নির্দিষ্ট টেলিকম অপারেটরের কাছে এফআইআরের কপি নিয়ে গেলেই কাজ হয়ে যাবে।


মন্তব্য
জেলার খবর