হত্যা মামলা করলেন প্রেমিকের বাবা

২৯ সেপ্টেম্বর ২০২২

শরীতপুরের ডামুড্যা উপজেলায় প্রেমিকার বাড়িতে প্রেমিকের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। তার আগে প্রেমিকের বাবার আরজির পরিপ্রেক্ষিতে পুলিশকে হত্যা মামলা রুজুর নির্দেশ দেন শরীতপুর আদালত। গত ২৭ সেপ্টেম্বর প্রেমিকার বাড়ির উঠান থেকে তার  লাশ উদ্ধার করে পুলিশ।

ওই প্রেমিকের নাম সরোয়ার হোসেন কাজল (২৫)। তিনি প্রিয়কাটী গ্রামের বাসিন্দা  আলী আফজাল খানর ছেলে। তার প্রেমিকার (২০) বাড়ি একই উপজেলার ধানকাটি গ্রামে।

পুলিশ সূত্র বলছে, গত ২৭ সেপ্টেম্বর মধ্য রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কাজল। পরে তাকে প্রেমিকার উঠানে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে ডামুড্যা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ও  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় । কীভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। মামলাটি হয় ঘটনার পরদিন ২৮ সেপ্টেম্বর। এদিকে পুলিশের শরীয়তপুর জেলা সিআইডি ঘটনার ছায়াতদন্ত করছে বলে জানা গেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর