রাশিয়ার প্রস্তাবে গুতেরেসের সমর্থন

২০ সেপ্টেম্বর ২০২২

ইউক্রেন সামরিক আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে দেশটির ৩০০ টন সার আটকা পড়েছে ইউরোপের বিভিন্ন বন্দরে। সেগুলো অবমুক্ত করার ব্যাপারে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসব সার উন্নয়নশীল দেশগুলোকে অনুদান হিসেবে দিয়েছে রাশিয়া।

 

গুতেরেস বলেন, “যদি রাশিয়া উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সার সরবরাহ করতে চায়, তাহলে আমি মনে করি বিশ্ব খাদ্য কর্মসূচি রাশিয়ার সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে চায়। রাশিয়ার রিয়া নভোস্তি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব। সোমবার তার এ সাক্ষাৎকার প্রকাশ হয়েছে।

 

নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ৩০০ টন সার ইউরোপের বন্দর থেকে গন্তব্যে যেতে পারছে না। গত শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গরিব দেশগুলোকে অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দেন। খবর পার্সটুডের।


মন্তব্য
জেলার খবর