'চীনকে কেউ ভাঙতে চাইলে তার কঠোর জবাব দেওয়া হবে'

২০ সেপ্টেম্বর ২০২২

এক ও অখণ্ড চীনকে বিভাজনের কোনো তৎপরতা সহ্য করবে না হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে  সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

 

বাইডেন গতকাল এক সাক্ষাতকারে দাবি করেছেন, চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। 

 

মাও নিং বলেন, বাইডেনের বক্তব্য, মার্কিন নীতির চরম লঙ্ঘন।  যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন হতে সাহায্য করবে না বলে আমেরিকা যে প্রতিশ্রুতির দিয়েছে সেটারও বড় লঙ্ঘন এ বক্তব্য। এ বক্তব্য তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

 

আমেরিকা অখণ্ড চীনকে বিভাজিত করার চেষ্টা করলে চীনও বসে থাকবে না, এমন হুঁশিয়ারিও দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। খবর পার্সটুডের।


মন্তব্য
জেলার খবর