দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য প্রায় ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) কমিশন বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি এখন সরকারের অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এ অতিরিক্ত সচিব বলেন, বরাদ্দ টাকার মধ্যে ইভিএম কেনা ছাড়াও এ মেশিন সংরক্ষণ, জনবল তৈরি ও প্রশিক্ষণ ব্যয় রাখা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে থেকে ইভিএম প্রাপ্তি সাপেক্ষ এ নির্বাচনে অনূর্ধ্ব ১৫০টি আসনের ভোট ইভিএমে করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। বর্তমানে ৭৬ থেকে ৮০টি আসনে ইভিএম-এ ভোট করার সক্ষমতা রয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানের। ১৫০ আসনে ভোট করতে চাইলে আরো দেড় লাখ ইভিএম দরকার ইসির। ইভিএম-এর বাইরের আসনে ভোট হবে ব্যালটে। এদিকে শহরের আসনে ইভিএমে ভোট হবে বলে রোডম্যাপে উল্লেখ করেছে ইসি।
এমকে