আমেরিকার কাছ থেকে আরো ১৫০ কোটি ডলারের ‘আন্তর্জাতিক অর্থসাহায্য’ গ্রহণের কথা স্বীকার করেছে ইউক্রেন। এ ‘অনুদান’ প্রদানের জন্য ওয়াশিংটনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল।
তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “ইউক্রেনের রাষ্ট্রীয় বাজেট ১৫০ কোটি ডলারের অনুদান গ্রহণ করেছে। ‘বিশ্বব্যাংক ট্রাস্ট ফান্ড’ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ৪৫০ কোটি ডলার অনুদান দেয়ার কথা ছিল এটি তার শেষ কিস্তি।”
ইউক্রেনের প্রধানমন্ত্রী দাবি করেন, এ অর্থ তার দেশের অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের পেনশন প্রদান এবং সামাজিক সহায়তা কর্মসূচির কাজে ব্যবহার করা হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন করে আরো ৬০ কোটি ডলার মূল্যের অস্ত্র সাহায্য অনুমোদন করেছে; যদিও রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের অস্ত্র সাহায্য হবে যুদ্ধের আগুনে ঘি ঢেলে দেয়ার শামিল।