সম্রাট হোসাইন, পঞ্চগড়:
গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে চাহিদা মতো সার পাচ্ছেন না কৃষক। উপজেলা সদর সারের জন্য এক ধরণের হাহাকার চলছে। এদিকে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার টুনিরহাট এলাকায় সারের ডিলার বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সামনে সার নিতে আসা কৃষকের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। লাইন দাঁড়ানো কৃষকের মাঝে পুলিশের সহযোগিতায় সার বিতরণ করা হলেও সার না পেয়ে হতাশা হয়ে বাড়ি ফিরেছেন অনেক কৃষক।
কৃষক জানায়, জমিতে সার না দেওয়ায় রোপা আমনের চারা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সার সরবরাহের দাবি জানিয়েছেন তারা। জেলায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১০ হাজার হেক্টর জমি। কৃষকদের অভিযোগ বিসমিল্লাহ এন্টার প্রাইজের মালিক নবীর হোসাইন কৃষকের কাছে সার বিক্রি না করে গোপনে কালোবাজারে বিক্রি করে দেয়। ডিলারের কাছে সার না মিললেও বস্তায় ৩-৫ শ টাকা বেশি দিলে খুচরা দোকানে মিলছে সার।
সরকার পাড়া এলাকার কৃষক আবুল কালাম জানান, সার নিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন ১ টা বাজে কোনো খবর নেই। এর আগে বৃহস্পতিবার এসে ফিরে গেছি সার না পেয়ে। কৃষক আবু তাহের জানান, জমিতে চার বস্তা সারের প্রয়োজন। কিন্তু ডিলারের কাছে সার পাইনি।
কামাত কাজলদিঘী ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা রাজুয়ার রহমান জানান, চাহিদার তুলনায় সার অনেক কম হওয়ায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক দ্বীন মোহাম্মদ জানান, কৃষক সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিল। বেলা ১০টা পার হলেও স্লিপ না পাওয়ায় লাইন ভেঙে সবাই গুদামে ঢুকে যায়। পরে সামলাতে না পারে পুলিশের সহযোগিতায় কৃষকদের লাইনে তৈরি করে সার বিতরণ করা হয়।
এমকে