জামালগঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

১৩ জুন ২০২২

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। সোমবার (১৩ জুন) বিকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক সভায় মতবিনিময়  করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব।

সভায় বক্তব্য দেন- সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ মুরাদ উদ্দিন হাওলাদার, উপজেলা সহকারি (ভূমি) অলিদুজ্জামান, ওসি মীর মো. আব্দুন নাসের। সভায় নির্বাচনি আচরণ বিধি মেনে চলার তাগিদ দেন বক্তারা।

সাইফ উল্লাহ/এমকে


মন্তব্য
জেলার খবর