বেড়েছে শনাক্ত, কমেছে মৃত্যু

১৪ মার্চ ২০২২

সোমবার (১৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়  দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৩৯ জন,মারা গেছেন একজন। এর আগের ২৪ ঘণ্টায়  এ সংখ্যা ছিল  যথাক্রমে ২৩৩ ও তিন জন। সে হিসাবে করোনা রোগী শনাক্তের সংখ্যা যেমন একদিকে বেড়েছে, অন্যদিকে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদফতরের দু’দিনে সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় এক দশমিক ৭৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯২২ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১২ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৪০৪টি।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৬৩৫টি, পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৬৭টি।  মারা যাওয়া একজন পুরুষ, চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।  সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর