ভোলা প্রতিনিধি:
ভোলার ঝড়ের কবলে পড়ে বালুবাহী একটি বাল্কহেড জাহাজ ও জেলেদের দুটি নৌকা মেঘনা নদীতে ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। শনিবার (২১ মে) সকালে সদর উপজেলার ধনিয়া তুলাতলী পয়েন্টে জাহাজ ও ইলিশা ঘাট পয়েন্টে নৌকা দুটি ডুবে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঝড়ো বাতাস শুরু হয়। সকাল সাড়ে ৮ টার দিকে এমভি তামিম-শামীম নামের বালুবাহী বাল্কহেড জাহাজটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। বাল্কহেডে থাকা বাল্কহেডে থাকা মাস্টার, শুকানিসহ পাঁচজন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ইলিশা ঘাটে ডুবে যাওয়া নৌকা দুটি নোঙ্গর করা ছিল।
ভোলার ইলিশ নৌ-থানার (ওসি) মো. শাহাজালা বাদশা বলেন, মেঘনা নদীর পাড় ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালু নিয়ে এমভি তামিম-শামিম বাল্কহেড জাহাজ যাচ্ছিল। বাল্কহেডে থাকা স্টাফরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠেন।
কামরুজ্জামান শাহীন/এমকে