চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আঞ্চলিক সংগঠন বড়াল রক্ষা আন্দোলন কমিটির চাটমোহরের আহবায়ক, বিশিষ্ট হোমিও চিকিৎসক, কলাম লেখক ও সমাজসেবক প্রয়াত অঞ্জন ভট্টাচার্যের স্মরণসভা হয়েছে। রোববার (১৫ মে) বিকালে উপজেলার কুমারগাড়া গ্রামের বড়াল বিদ্যা নিকেতন চত্বরে এ সভা হয়, আয়োজন করে বড়াল রক্ষা আন্দোলন কমিটি।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান। বক্তব্য দেন- চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম সাবেক পৌর মেয়র অধ্যাপক আ. মান্নান প্রমুখ । সভায় নানা শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বড়াল রক্ষা আন্দোলন কমিটির বড়াল নদ সচল করা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
এমকে