কোন রঙের গোলাপের কী মানে

০৭ ফেব্রুয়ারী ২০২১

সাদা, গোলাপী, হলুদ, কমলা, পিচ প্রতিটি গোলাপের আলাদা একটি অর্থ আছে।  প্রিয়জনকে ফুল দেওয়ার আগে জেনে নিন কোন ফুলের ভাষা বা আবেদন কেমন। জেনে নিন কোন রঙের গোলাপ কীসের প্রতীক।

লাল গোলাপ

সৌন্দর্য, ভালোবাসার প্রতীক লাল গোলাপ। 

গোলাপি গোলাপ

ভালোবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ।

হলুদ গোলাপ

হলুদ গোলাপ বন্ধুত্ব সম্পর্কের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও ব্যবহার করা হয়। সেই সাথে সতেজতার প্রতীক।

কমলা গোলাপ

কমলা রং আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক। কাউকে কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

পিচ গোলাপ

পিচ গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন।

সাদা গোলাপ

বিদেশে বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক।  মৃতহেদ, কবরের উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা, মনে করা। কাউকে মিস করলে সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা। 


মন্তব্য
জেলার খবর