জনপ্রিয় হচ্ছে অনলাইন বিজনেস কার্ড!

২৫ ফেব্রুয়ারী ২০২১

করোনা মহামারির কারণে বেশিরভাগ প্রফেশনাল মিটিং এখন অনলাইনে হচ্ছে। মানুষ কাজ করছে ঘরে বসেই। ব্যবসায়িক আলাপের প্রয়োজনে চা পান, মধ্যাহ্নভোজন ইত্যাদি প্রায় বন্ধই আছে বলা যায়।

অনলাইন মিটিংয়ে নিজের বিজনেস কার্ড ধরিয়ে দেওয়ার সুযোগও থাকছে না। মাল্টিন্যাশনাল প্রিন্টিং কোম্পানি ভিস্তাপ্রিন্ট জানিয়েছে, গত বছর মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে তাদের বিজনেস কার্ডের অর্ডার শতকরা ৭০ ভাগ কমে গেছে।

এখনও বিজনেস কার্ডের অর্ডার আগের মতো আসছে না। মাঝে মাঝে খুব জরুরি প্রয়োজনে মুখোমুখি দেখা সাক্ষাত হলেও মানুষ আগের মতো কার্ড বিনিময় করছে না। সিঙ্গাপুরে কর্মরত একজন ব্রিটিশ ব্যাংকার বলেন, ‘বিজনেস কার্ড দেখতে কেমন আমি ভুলে গেছি। আপনি কিভাবে এগুলো স্যানিটাইজ করবেন?’

এই প্রেক্ষাপটে কিছু কোম্পানি কাগজের বিজনেস কার্ডের বিকল্প উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে। জাপানি কোম্পানি নাগায়া উদ্ভাবন করেছে ‘মেইশি’ নামের এক রকম মাস্ক। ওই মাস্কের ওপরে ব্যবহারকারির বিজনেস কার্ডের তথ্যগুলো মুদ্রিত থাকবে।

দ্য ইকোনমিস্ট


মন্তব্য
জেলার খবর