দেশে  ভয়াবহ শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজমান

০৫ জানুয়ারী ২০২১

দেশে এক ভয়াবহ শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজমান।  অবরুদ্ধ জাতির সাফোকেশন ভেন্টিলেট যাতে করা সম্ভব না হয়, সেজন্য সব ছিদ্র বন্ধ করে দিয়েছে সরকার।  বিরোধী কণ্ঠ, মত ও পথকে নিশ্চিহ্ন করে বেপরোয়া দেশ শাসন করতে গিয়ে জনগণের নাভিশ্বাস উঠেছে। সোমবার  ( ৪ জানুয়ারি) এক বিবৃতিতে এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি,  বিদ্যুৎ, পানি ও গ্যাসের ভুতুড়ে বিলে স্বল্প আয়ের মানুষ হিমশিম খাচ্ছে।  আর এসব নিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয়, সেজন্য গণতন্ত্রকে রাষ্ট্র ও সমাজ থেকে উচ্ছেদ করা হয়েছে।  তবে দেশের আপামর নির্যাতিত জনগণ এখন গণতন্ত্র পুণরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের উদ্বেল অভিযাত্রা যেকোনো মূহূর্তে রাজপথে প্রবল স্রোত তৈরি করবে।

বিবৃতিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে একতরফা ভোটের বিষয়টি উল্লেখ ওই দিনটিকে গণতন্ত্র হত্যার এক নজীরবিহীন কালোঅধ্যায় আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব।এমআই

এমআই


মন্তব্য
জেলার খবর