মন্তব্য
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গেজেট প্রকাশ হয়েছে। তালিকায় শাপলা কলি প্রতীকটি ১০২ নম্বরে যুক্ত করা হয়।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন নিজ বিবেচনায় নতুন একটি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে