গত বছরে পানিতে ডুবে মারা গেছেন ৭৬৯ জন

০২ জানুয়ারী ২০২১

গত বছরে সারাদেশে ৭৬৯ জন পানিতে ডুবে মারা গেছেন। এর মধ্যে ৮২ শতাংশই ১৮ বছরের কম বয়সী শিশু।  ৪২৫টি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় ।বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে পরিবারের সদস্যদের অসতর্কতার কারণে। এ তথ্য জানিয়েছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’।

জাতীয় ও স্থানীয় পর্যায়ের গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত সংবাদ  থেকে এই তথ্য  পেয়েছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটি জানায়, ৭৬৯ জনের মধ্যে চার বছর বা তারও কম বয়সের রয়েছে ২৪৮ জন শিশু, পাঁচ থেকে ৯ বছর বয়সী ২৫৮ জন, ৯ থেকে ১৪ বছরের ৯৯ জন এবং ১৫ থেকে ১৮ বছরের ২৮ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয় ঢাকা বিভাগে, ১৮৪ জন। সবচেয়ে কম মৃত্যু ছিল সিলেট বিভাগে, ৪১ জন। নেত্রকোনা জেলায় সবচেয়ে বেশি মানুষ পানিতে ডুবে মারা যায়, ৪৮ জন। বান্দরবান, শরীয়তপুর, খুলনা ও নড়াইলে পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এমআই


মন্তব্য
জেলার খবর