করোনা শনাক্তের হার ৭ দশমিক ৬৫ শতাংশে নামল

৩১ ডিসেম্বর ২০২০

বছরের শেষদিনে (৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার) এসে নমুনা পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৭ দশমিক ৬৫ শতাংশে নেমেছে।

এই সময়ে ১৮০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২৫৪টি পরীক্ষা করা হয়েছে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪ জন। অর্থাৎ, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৩৫ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১৩ হাজার ৫১০ জনে।


মন্তব্য
জেলার খবর