কঠোর পরিশ্রম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ : রোনালদো

৩১ ডিসেম্বর ২০২০

বড় ছেলেকে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন, ‘আমার ছেলের সম্ভাবনা আছে। দেখা যাক সে গ্রেট ফুটবলার হতে পারে কি না। মাঝেমধ্যে সে কোক আর ক্রিসপস খায়। যা আমাকে বিরক্ত করে। সে যা-ই বেছে নিক, আমি চাই সেখানে সে সেরা হোক। আমি সবসময়ই তাকে বলি, কঠোর পরিশ্রম করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিশুরাই তো ভবিষ্যৎ। আমি আমার ছেলেকে দেখি, সে আমার মতো হতে চায়। কিন্তু তাকে অনেক পথ পাড়ি দিতে হবে।’

বাবা হিসেব ছেলেকে সবসময়ই কড়া শাসনের মধ্যে রাখেন জানিয়ে রোনালদো আরও বলেন, ‘আমি মাঝেমধ্যে তার সঙ্গে কঠোর হই। কারণ সে কোকাকোলা আর ফান্টা খায়। এটা তো শরীরের জন্য ভালো না। যখন সে চিপস বা ফ্রাই বা এমন কিছু খায়, যা আমি পছন্দ করি না; তখন ঝগড়া করি। আমার আর চারটা সন্তান আছে, সবারই ভালো চাই আমি। যখন তারা চকোলেট খায়, তখনও আমার দিকে তাকায়। বাবা হিসেবে আমাকে কঠোর হতেই হয়।’


মন্তব্য
জেলার খবর