দেশে ধর্মীয় উগ্রবাদসহ যে কোনও সন্ত্রাসবাদকে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখতে, দেশকে ভালোবাসতে ও দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করতে। ইংরেজি নববর্ষ (২০২২) উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশবাসীর প্রতি এ আহবান জানান প্রধানমন্ত্রী। বাণীতে দেশবাসীকে এ নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
বাণীতে নতুন বছরে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারসহ সব সংকট দূরীভূত হওয়া ও সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি আশা করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার প্রকাশ করেন।
বাণীতে প্রধানমন্ত্রী ২০২০ ও ২০২১ সালকে জাতির জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কথাও তুলে ধরেন, তুলে ধরেন দেশের উন্নয়নের কথাও। বলেন, নানা প্রতিবন্ধকতাকে জয় করে তার সরকার বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশ, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ লাভ করেছে। এখন ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সরকার তারুণ্যের শক্তি ও অত্যাধুনিক প্রযুক্তিজ্ঞান সমন্বয়ের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ায় সক্ষম প্রজন্ম সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ-যোগ করেন প্রধানমন্ত্রী।
এমকে