মন্তব্য
দেশে আরও একজনের নমুনায় করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চার জনের নমুনায় এ ধরণ শনাক্ত হলো। এ চারজনের মধ্যে তিনজনই নারী, বাকিজন পুরুষ। তিন নারীর মধ্যে দু’জন ক্রিকেটার। নতুনভাবে ওমিক্রণ শনাক্ত হওয়ার খবর মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ।
জিআইএসএআইডি-এর তথ্যানুযায়ী, নতুনভাবে ওমিক্রন শনাক্ত হওয়া একজন নারী, তার বয়স ৩৩, তিনি অবস্থান করছেন ঢাকায়। এর আগে গত ২০ ডিসেম্বর নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনার জিনোম সিকোয়েন্স করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)।
এমকে