শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে

২৩ ডিসেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে।  শনাক্ত হয়েছেন ৩৮২ জন, মারা গেছেন দুইজন। আগের ২৪ ঘণ্টায় ৩৫২ জন শনাক্ত ও একজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতরের বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ও বুধবারের (২২ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় এক দশমিক ৯৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।  নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৬২৩টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৬২৪টি। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৩১২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনের। মারা গেছেন ২৮ হাজার ৫৪ জন করোনা রোগী। করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯৫।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। এদের একজন চট্টগ্রাম এবং অপরজন খুলনা বিভাগের। চিকিৎসাধীন একজন সরকারি হাসপাতালে এবং বাকিজন বেসরকারি হাসপাতালে মারা যায়।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর