এনআইডির সঙ্গে নাম-ঠিকানার মিল না থাকলে পাসপোর্ট হবে না

২২ ডিসেম্বর ২০২১

ই-পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম-ঠিকানার মিল না থাকলে পাসপোর্ট করা যাবে না। আবেদনপত্রে এ সংক্রান্ত তথ্যে গরমিল থাকলে জাতীয় পরিচয়পত্রের তথ্যই গ্রহণ করা হবে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর বলছে, পাসপোর্টের সঙ্গে এনআইডির সার্ভার যুক্ত। এজন্য পাসপোর্ট আবেদনপত্রে আবেদনকারীর নাম, বয়স, বাবা-মায়ের নাম ও স্থায়ী ঠিকানা এনআইডির সঙ্গে মিল না থাকলে পাসপোর্ট ইস্যু হয় না। তাই দেশ থেকে যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে আবেদনপত্রের এ সংক্রান্ত তথ্যের মিল থাকতে হবে। অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য,  এ ক্ষেত্রে নামের বানানেরও মিল থাকতে হবে, না হলে পাসপোর্টের আবেদন গ্রহণ হবে না। এনআইডিতে এ সংক্রান্ত সমস্যা থাকলে আগে সেটি সংশোধন করতে হবে। আর সংশোধিত এনআইডি দিয়েই আবেদন করতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর